স্কুলে কম্পিউটার নেই, ব্ল্যাকবোর্ডে ‘মাইক্রোসফট অফিস’ সেখাচ্ছেন শিক্ষক! পাশে দাঁড়াল ভারতীয় সংস্থা


এই ছবিতে দেখা যাচ্ছে, ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখে লিখে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন এক শিক্ষক। ভাল করে দেখেই বোঝা গেল, ওই শিক্ষক আসলে ব্ল্যাকবোর্ডে এঁকে এঁকে ছাত্রছাত্রীদের মাইক্রোসফট অফিস শেখাচ্ছেন। ভাবছেন, মাইক্রোসফট অফিস শেখানোর জন্য ব্ল্যাকবোর্ডের দরকার হবে কেন? কারণ, ওই স্কুলে কোনও কমপিউটরই নেই। ছবিটি ওউরা কোয়াডো হটিস নামে ফেসবুকে পোস্ট করেন। পশ্চিম আফ্রিকার দেশ ঘানার… Read More  স্কুলে কম্পিউটার নেই, ব্ল্যাকবোর্ডে ‘মাইক্রোসফট অফিস’ সেখাচ্ছেন শিক্ষক! পাশে দাঁড়াল ভারতীয় সংস্থা